পাঠকামি-৩
বই পড়ার তেমন নেশা ছিলো না, বাড়িতে বড়দার খুব সখ ছিলো বই সংগ্রহ
করা । এনে দিত । মাঝে মাঝে বাচ্চাদের বই, কমিক্স, শুকতারা, এই সব
পড়তাম । পয়সার টানাটানি থাকাতে বড়দা শারদীয় সংখ্যাগুলি বেশী সংগ্রহ করতেন, বলতেন,
সস্তায় অনেকগুলো উপন্যাস একসাথে পাওয়া যায় । সেভেন এইটে এইগুলো পড়তাম পালা করে ।
দাদা পাঠ করে শোনাত জীবনানন্দের কবিতা , বুদ্ধদেব বসুর কবিতা । তারপর যখন
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এই বইগুলি থেকে নিজেকে অনেকটা দূরে আবিষ্কার করলাম একদিন
। দেখি, কর্মজীবনে এই সবের প্রয়োজনীয়তা ফুরিয়েছে । তারপর বহুদিন কেটে গেছে । কারো
বই, কবিতা তেমন আর পড়ি না । পড়ার ইচ্ছে থাকে, কিন্তু পড়ি না, কর্মসূত্রে দূর
দূরান্তে থাকায়, আরো বিচ্ছিন্ন হয়ে পড়ি । এভাবেই চলতে তাহকে, চলতে চলতে কালক্রমে
ইন্টারনেটের কাছে আসি একদিন, খুঁজতে থাকি যদি কিছু বই ডাউনলোড করা যায় । একটা দুটো
ব্লগ নজরে আসে । পড়ি । এভাবেই নেটিজেন হয়ে অনেকদিন, তারপর ফেসবুক , বই পড়ার
ইচ্ছাটা আবার জেগে ওঠে । কিন্তু বই কোথায় ? বইয়ের জন্য অনলাইনই ভরষা এখন ।
একদিন নেটেই খুঁজতে খুঁজতে
আবিষ্কার করলাম , বুকপকেট । ঘরের কাছে আরশীনগর । ফেসবুকের খোজাখুঁজি করে বোঝা গেল,
অনেক শক্তিশালী ব্যক্তিত্য এর সাথে জড়িয়ে আছে । পিং করলাম, যোগাযোগ হলো, পরিচয় হলো
দোলনচাঁপা চক্রবর্তীর সাথে । তার কবিতা আলোচনা , প্রত্রিকা সম্পাদনা আগেই দেখেছি,
তার নতুন কবিতার বই ‘ঈভ, একটি ডালিমখেতের বিজ্ঞাপন’ এর বিজ্ঞাপনও দেখতে পেলাম
ফেসবুকে ।
এমনই এক ক্ষনে এবছর কলকাতা
বইমেলায় কৌরবের স্টলে দেখা হলো কবি দোলনচাঁপা চক্রবর্তীর সাথে, মিতভাষী, শান্ত,
উজ্জল ব্যক্তিত্য ; বইটি দিলেন আমাকে, লিখে দিলেন ‘পীযুষ কে’ । আমি বল্লাম একটা
বিল কেটে দিন । জবাবে বল্লেন, ‘আমি তো পয়সার জন্য কবিতা লিখি না’, বুঝতে পারলাম, কবিতার
মধ্যে তিনি কতখানি জমি করে রেখেছেন, কতটা পা ডুবিয়ে রাখলে এমন ডালিমের খেত করা যায়
। এমন মানুষের কবিতার আলাদা স্বাদ থাকবেই, বইটা খোলা যাক ।
বইঃ ঈভ, একটি ডালিমখেতের বিজ্ঞাপন – দোলনচাঁপা চক্রবর্তী
এই বইমেলায় আমি অনেক বই
সংগ্রহ করেছি, এটাই এ পর্য্যন্ত শ্রেষ্ঠ প্রচ্ছদ বলে মনে হয়েছে, তেমন হয়েছে বইয়ের
বাঁধুনি । যদিও এই ব্যাপারে আমার অভিজ্ঞতা খুব কম, তবুও বলব, রঙের ব্যবহার কবির
মুখচ্ছবিকে মনে করিয়ে দেয় । এই বইটি পাতার পর পাতা সিরিয়ালি না পড়ে আমি মাঝখান
থেকে পড়ব ।
‘ভাঙা মাস্তুল’
নামটা শুনে জাহাজের কথা মনে পড়ে, বেশকিছু জাহাজের কবিতা আমি
পাবলো নেরুদার পড়েছি । অদ্ভুত আবেশ তৈরী হয়, রহস্যময় করে তোলেন উনি । এখানে
সম্পর্কের কথা । জলের মত । প্রতিদিনকার মত বয়ে চলে, ভ্রুক্ষেপ নেই কারো, কারো জন্য
কেউ দাঁড়ায় না ।
‘অথচ জলকে ডাক দিতে দিতে
পিছিয়ে যাচ্ছে বাইচের দাঁড়;’ এভাবেই আমারও
আর একটা দিন চলে গেল ।
‘রবার গাছের স্মৃতি’
কবিতাটিতে ইলাস্টিসিটি লক্ষ্য করছি, টেনে একবার ছেড়ে দিলে
আবার নিজের যায়গায় ফিরে যায় । ফিজিক্সের সূত্রের মত কবি সম্পর্কের আরো একটি সূত্র
তুলে ধরছেন । কিভাবে জল গড়িয়ে নীচের দিকে যায় । যেতে বাধ্য হয় । মন চায়
না, তবু যেতে হয়, যেতে যেতে নানা স্মৃতি উঠে চলে আসে, নারী জীবনের বিভিন্ন বাঁকে
এসে সম্পর্কগুলো প্রশ্ন তুলে ধরে, কিন্তু কবি এই প্রশ্নে বিচলিত হয় না । দেখেছি এ
যুগের আরো কিছু মহিলা কবিদের মধ্যে যেখানে আবেগটা প্রধান, ব্যথা পেলে কেঁদে ফেলেন
। কাঁদাটা স্বাভাবিক, কিন্তু ব্যথাটাও স্বাভাবিক, অন্ততঃ ব্যথার একটা সূত্র আছে,
এই রবার গাছের স্মৃতিতে সেই বিশ্লেষনটা আমি দেখলাম ।
আর একটা মজার কবিতা হলো ‘দারুহরিদ্রা’
‘উলের নকশা বুঝে তারা
গর্ভিণী হবে । তন্তু দাও, শ্রীও দিতে পারো তাকে, বড়ো ভালো হয় সামান্য কলংক যদি
দাও’
বারুদের ভাষা মিঠা লাগে বড়, ভালোবাস হয়ে যায় । ভয় হয়, তবু
ভালো লাগে, গা ছম ছম, বড়ো ভালো লাগে । কবি বলেন
‘সমস্ত ল থেকে জল তুলে নিতে
নিতে হিমসিম কুয়ো, আলোর প্রতিচ্ছবি উড়ে যাওয়া পাখালিতে, ডালিমদানায়’
কি হয়, কি হয় । কি জানি কি হয় ।
এই বার প্রথম কবিতায় আসি, ‘কথকতা’, একনজরে বুঝতে পারি,
দোলনচাঁপার কবিতা যেখান খুশী, সেখান থেকে পড়া যায় , আজকের দিনে যে সমস্ত কবিদের
কবিতা পড়ি, মাইরি বলছি, এমন রোমাঞ্চকর দানাবাঁধা কবিতা কম পড়েছি...প্রতিটা লাইন
কোট করা যায় । আমি বিশেষ করে লক্ষ্য করছি কবি এত স্মুথ জার্নি কি করে করে, সমতলে
বয়ে যাওয়া একনদীর মত, কিন্ত তার ভাষা আলাদা, চলন আলাদা, স্থান কাল পাত্র আলাদা ।
বিশেষ বিষয় তার নেই, কিন্তু অনেক কিছুকে স্পর্শ করে । আমি মাঝে মাঝে একটা যাদুও
দেখতে পাই ।
‘যারা কামানের সামনে থেকে,
তুষারপিন্ডের শীতলতা থেকে পালিয়ে এসেছে মায়ের কাছে...’
এক বিপ্রতীপ খন্ডযুদ্ধের অমায়িক দ্যোতনা । এরকম আরো বেশ
কয়েকজন কবিকে শব্দকে বিষয়ের সাথে মিশ্রিত করে দারুন ধ্বনি তৈরী করে , কানে এসেই
শুধু লাগে না, প্রানে এসেও লাগে । কি জানি আধুনিকতার এই রুপকে ভালো বাংলায় কি বলে
।
‘দেশলাইবাতির ঘর’- আগুন কে বুকে করে কাঠ পড়ে আছে, জলের
কাছে,...এক দুফোটা ঘি বর্তমান, বালক-ব্রম্মচারী ভোল পালটে কিভাবে জল কে দূষিত করতে
পারে , সেই ভাবনা তার মাথায়, নারী সব জানে, কবিও ।
‘দূর হতে শষ্যমাদুর’ – একটা সমুদ্র দেখতে পাচ্ছি, সবুজের ।
অন্ততঃ এতদূর দিল্লি থেকে তো তাই মনে হয় ।
‘বিষাদের মুখোমুখি পার্পল
শাখাগুলো খুলে যায়/তোমাকে জড়িয়ে রাখা ল্যাভেন্ডার/রোদ হচ্ছে অচেনা হচ্ছে ঘুমের
মরসুমে’ ।
কিংবা
‘এই অতলে নদীকে নামাব কি
করে/নাব্যতা দেখবার যন্ত্রনাগুলি কাছে নেই’
ব্যাপারটা কোন ব্যাপার না, বিষয়টা কোন বিষয় না, এক গোল
বৃত্তের মধ্যে আটকে থাকা জ্যা, শব্দের জাদুটোনায় কি করে বুকের মাংসল ফাঁকে কবিতা
হয়ে যায় । কবি দোলনচাঁপা সেটাই করে দেখালেন ।
‘গোলাপি কামিজের খামার বাড়ি’ – খুঁজে পাচ্ছি মাটি , জলের
নিদারুন সম্পর্ক, কবি গুছিয়ে লিখে চলেছেন তার কবিতা যাত্রা । হয়তো তার একটি ইগলু
আছে, তারই খোঁজ চলছে । দৃশ্য রচনা, মননের পূর্ণ ব্যবহার, অবচেতন মনের প্রতিচ্ছবি,
কি জানি এর কোন গালভরা নাম আছে কিনা, আমি বলব, এত সাত প্যাচে গিয়ে লাভ কি,
প্রত্যেক কোম্পানীর ম্যানেজার আলাদা । ভালো লাগলো তাই আরো পড়ার অপেক্ষায় আছি ।
No comments:
Post a Comment